শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগ সচেস্ট -এমপি জ্যাকব

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন (ভোলা): যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন,উন্নতবিশ্বের মর্যাদা অর্জনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার। দেশের ১৬ কোটি মানুষ এখন শেখ হাসিনার নেতৃত্বে এই স্বপ্নকে বাস্তবে রুপ দেয়া সম্ভব বলে বিশ্বাস করছেন, আওয়ামীলীগের উপর আস্তা রাখছেন। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগ সচেষ্ট আছে। বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ৪ জানুয়ারী মঙ্গলবার বিকেলে চরফ্যাসন ফ্যাশন স্কয়ারে উপজেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি আরো বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের এই অগ্রযাত্রায় ৭১’র পরাজিত শক্তির গাত্রদাহ শুরু হয়েছে। এই পরাজিত অপশক্তি বিদেশীদের দুয়ারে দুয়ারে ঘুরে দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে,ষঢ়যন্ত্র পাকাচ্ছে। পরাজিত শক্তির এসব অপপ্রচার ও ষঢ়যন্ত্রের ফাঁদ থেকে দেশ ও দেশের মানুষের রক্ষাকবজ হয়ে কাজ করতে ছাত্রলীগ প্রস্তত আছে।
উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আহসান আশিব প্রমুখসহ আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনদিনের সফরে মঙ্গলবার সকালে চরফ্যাসন এসে চরফ্যাসন পৌরসভা চত্বরে প্রায় ৫ হাজার দুঃস্থ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল বিতরণ করেন তিনি। চরফ্যাসন পৌরসভা শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণের আয়োজন করেছে। দুপুরে চরফ্যাসন ১শ শয্যার আধুনিক হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। পরে ৫ কোটি টাকা ব্যয়ে চরফ্যাসন ডাকবাংলোর নব নির্মিত ভবনের উদ্বোধন করেন। উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা তার সাথে ছিলেন।
14,612 total views, 1 views today