অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন এমপি মুকুল

 গাজী মো. তাহেরুল আলম, ব্যুরো চিফ ভোলাঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালুর হাসাননগরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
 
এসময়ে এমপি মুকুল বলেন, আয়ামীলীগ একটি সর্ববৃহৎ রাদনৈতিক সংগঠন।দেশের স্বাধীনতার পর থেকে একমাত্র আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে সর্বাধিক ভূমিকা রেখেছে।বর্তমানে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো।
 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য আমাকে দায়িত্ব দেয়ার পর আমি সাধ্য মতো আপনাদের সেবা করার চেষ্টা করেছি।করোনা দূর্যোগ মুহুর্তে ঘরে থাকা কর্মহীন অসহায় মানুষদের দ্বারে দ্বারে গিয়ে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।অন্যদিকে এ পর্যন্ত আমি আমার নির্বাচনী এলাকার ৬ থেকে ৭শত বেকার যুবকদের চাকুরি দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। যার ভেতর পুলিশের এসআই ও সার্জেন্টসহ উপরস্থ কর্মকর্তারা রয়েছে।
 
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলার মেয়র মো. রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়াসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 14,597 total views,  1 views today