বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বস্ত্রীক করোনায় আক্রান্ত
কবির আহমেদ,বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উনার স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন।
শারীরিকভাবে অসুস্থ হওয়ায় গতকাল সোমবার (১০ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম এর করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।
পরবর্তীতে আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) বিএনপি মহাসচিবের করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে দুইজনই উত্তরায় তাদের নিজ বাসায় আইসোলেশনে আছেন।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইং খায়রুল কবির খান জাতীয় সংবাদ মাধ্যমকে মহাসচিবের স্বস্ত্রীক করোনায় আক্রান্তের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বিএনপির মহাসচিব আইসোলেশনে থাকা অবস্থায় এক বার্তায় করোনা থেকে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
14,595 total views, 1 views today