হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব খোয়ালেন একব্যক্তি

 হবিগঞ্জ প্রতিনিধি, মোতাব্বির হোসেন কাজল: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ১ ব্যাক্তিকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার দিবাগত গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তারা নতুনব্রীজ যাত্রী চাউনির কাছে মুমূর্ষু অবস্থায় ১ ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তখন স্থানীয় স্বাধীন স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তার ক্ষানিকটা জ্ঞান ফিরলে তার নাম হারুন মিয়া (৩২) এবং বাড়ি যাত্রাপাশা বলে জানায়। পরে সেচ্ছাসেবী সংঘটনের সদস্যরা তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেন। সোমবার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পরিবারে সদস্যদের জিম্মায় তাকে দেয়া হয়। সে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের রাফিজ উল্লার ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রী।

তার বোন রমচাঁন বিবি জানান, হারুন মিয়া কুমিল্লায় নির্মাণ শ্রমিকের কাজ করতো। গত ১ মাসের কাজের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তার সর্বস্ব লুট করে নিয়েছে চিনতাইকারীরা।
এ বিষয়ে সেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোতাব্বির হোসেন কাজল জানান, স্বাধীন সেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা গত ৮ বছর যাবত অজ্ঞান পার্টি ও মলম পার্টির কবলে মানুষদেরকে চিকিৎসা এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ করে যাচ্ছি। আমরা অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উউদ্ধার করে সদর হাসপাতালের ভর্তি করেছি।পরবর্তীতে তাকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

 14,602 total views,  1 views today