লালমোহন হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হান্নান স্যার আর নেই, এমপি শাওনের শোক
নুরুল আমিন, সমাচার প্রতিবেদকঃ লালমোহন হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আঃ হান্নান স্যার আর নেই। ২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সোয়া ৬টার সময় তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। তিনি বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে দীর্ঘ ৬দিন হাসপাতালে ভর্তি ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ৪ পুত্র ৫ কন্যা, অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে মারা যান। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি রামগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং লালমোহন হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন। এক শোকবার্তায় তিনি বলেন, আমি মরহুমদের রুহের মাগফেরাত কামনা করি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অস্ট্রিয়া-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ইউরো সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, লালমোহন হাইস্কুলের এসএসসি ৯২ ব্যাচের প্রাক্তন ছাত্রদের সংগঠন ঐকতান-৯২ এর আহবায়ক সহকারী অধ্যাপক কামাল হোসেন শাহিন, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, শিহাব, মাহমুদ হাসান লিটনসহ সকল সদস্য, বিভিন্ন শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজ।
৩ ফেব্রুয়ারি হাজী নুরুল ইসলাম চৌধুরী কমপ্লেক্স মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হাজী নুরুল ইসলাম চৌধুরী কমপ্লেক্স গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
14,881 total views, 1 views today