লালমোহন প্রেসক্লাব নির্বাচনে সভাপতি রুহুল আমিন, সম্পাদক জসিম জনি
নুরুল আমিন, সমাচার প্রতিবেদকঃ লালমোহন প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে রুহুল আমিন, সাধারণ সম্পাদক পদে জসিম জনি ও সাংগঠনিক সম্পাদক পদে ফরিদ উদ্দিন নির্বাচিত হয়েছেন। ২ ফেব্রুয়ারি ২০২২ বিকাল তিনটায় শান্তিপূর্ণ পরিবেশে প্রাণবন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হলো।
সভাপতি পদে রুহুল আমিন ২৫, আঃ সাত্তার ৯, আমজাদ ৫ ও এসবি মিলন ২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে জসিম জনি ২৪ ও শাহিন আলম মাকসুদ ১৯ ভোট পেয়েছেন, সাংগঠনিক সম্পাদক পদে ফরিদ উদ্দিন ২৩ ও শাহিন কুতুব ২০ ভোট পেয়েছেন।
প্রধান নির্বাচন কমিশন ছিলেন জসিম উদ্দিন, সহকারি নির্বাচন কমিশন ছিলেন আবুল হাসান রিমন, জহুরুল হক সেলিম, আনোয়ার রাব্বি ও হাসনাতুজ্জামান সোহাগ। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।
২০২২-২০২৩ মেয়াদের এ নির্বাচন লালমোহন প্রেসক্লাবের স্মরণকালের সেরা নির্বাচন হয়েছে বলে মনে করেন সুশীল সমাজ।
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওনকে লালমোহন প্রেসক্লাবের পক্ষ আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।
14,972 total views, 1 views today