সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে ২৭ দিন পর আন্দোলন প্রত্যাহার করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা

 কবির আহমেদ, বাংলাদেশ ডেস্কঃ গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

বাংলাদেশের বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম জানায়, শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে মোহাইমিনুল বাশার রাজ তার লিখিত বক্তব্য বলেন, আপনারা সবাই অবগত আছেন যে,গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল আমাদের আমন্ত্রণে শাবিতে এসেছিলেন। সেখানে মন্ত্রীদ্বয়ের সাথে আমাদের দাবি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি আমাদের সকল দাবি আন্তরিকতার সাথে শুনেছেন এবং আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। এজন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি তার লিখিত বক্তব্যে আরও বলেন,“শিক্ষার্থীরা গত শুক্রবার তাদের ৬ দফা দাবি এবং সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক উন্নয়নের কিছু প্রস্তাব নিয়ে মন্ত্রীর সাথে আলোচনা করেছেন। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। তাই আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করছি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রবিবার (১৩ ফেব্রুয়ারী) থেকে পূর্বের মতো যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু করার আহ্বান জানাচ্ছি।”

এদিকে শাবির শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের পূর্বে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ জানিয়েছেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ গত ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলায় দুঃখ প্রকাশ করেছেন।

গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে পর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুঃখ প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, “আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীসহ যারা আহত হয়েছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।” শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের একদিন পর উপাচার্য দুঃখ প্রকাশ করেন।

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষা উপমন্ত্রী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান, যারা ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সবাইকে ভূমিকা রাখারও আহ্বান জানান ভিসি।

বাংলাদেশের জনপ্রিয়ত দৈনিক ইত্তেফাক তাদের অনলাইন প্রকাশনায় জানিয়েছে,শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি মোহাইমিনুল বাশার সংবাদ সম্মেলনে আরও বলেন, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর সাথে আমাদের প্রথম দাবি ছিল ভিসির পদত্যাগ নিয়ে। শিক্ষামন্ত্রী এ বিষয়ে বলেছেন উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ আচার্যের(রাস্ট্রপতি) কাছে উপস্থাপন করা হবে এবং আচার্য এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাই আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য আমাদের শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমাদের কথা বিবেচনায় রাখবেন।

শিক্ষার্থীদের উপর মামলার বিষয়ে শিক্ষামন্ত্রীকে অবগত করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের উপর যে দুইটি মামলা হয়েছে সেটা অতিদ্রুত প্রত্যাহারের ব্যবস্থা করা হবে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধ থাকা মোবাইল সিম ও মোবাইল ব্যাংকিং আগামী তিন-চারদিনের মধ্যে সচল করা হবে। পুলিশের স্প্রিন্টারে আহত সজল কুন্ডু’সহ অনশনকারী সকল শিক্ষার্থীর সুচিকিৎসা চলমান আছে এবং থাকবে। এছাড়া তিনি সজল কুন্ডু’র শারীরিক অবস্থা বিবেচনায় তার চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন।

আন্দোলন প্রত্যাহারের বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী আমাদের সকল দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। তাদের প্রতি আস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম।

 14,961 total views,  1 views today