হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধি, মোতাব্বির হোসেন কাজলঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ এলাকার সুনির্মল সরকার এর ছেলের সনজিব সরকার (৩০), একই এলাকার গোপেন্দ্র রায়ের ছেলে রুবেল রায় (৩১) এবং একই উপজেলার রামপুরা এলাকার কানু সুত্রধরের ছেলে বিকাশ সুত্রধর (৩৫)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
14,611 total views, 1 views today