হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাড়ি চাপায় RAB সদস্য নিহত

 হবিগঞ্জ থেকে মোতাব্বির হোসেন কাজল: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যান গাড়ী চাপায় মোটরসাইকেলে থাকা র‌্যাব সদস্য মাহমুদুল হাসান (৩৫) নিহত ও আরেকজন আহত হয়েছেন।নিহত র‌্যাব সদস্য যশোর জেলার বাসিন্দা এসএম মুরাদ হোসেনের ছেলে।আহত র‌্যাব সদস্য সাখাওয়াত আবু তাহেরকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। তার বাড়ি চাঁদপুরে।তারা দুইজন শায়েস্তাগঞ্জ র‌্যাব ক্যাম্পে কর্মরত ছিলেন।

শনিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় জেলার চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জের শিমুলতলা নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ র‌্যাব ক্যাম্পের দুই সদস্য মোটরসাইকেলে করে দায়িত্ব পালনে বের হয়েছিলেন। শিমুলতলা নামক স্থানে পৌঁছলে একটি পিকআপ ভ্যান গাড়ী তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে দুইজন গুরুতর আহত হন।আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেন।রাত প্রায় সাড়ে ১০টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম থেকে একটি হেলিকপ্টারে করে আহত অপর র‌্যাব সদস্য সাখাওয়াত আবু তাহেরকে ঢাকায় পাঠানো হয়।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব ও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেহ আহাম্মদ বলেন পিকআপ ভ্যানের চাপায় র‌্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

 16,987 total views,  1 views today