ভোলার মেয়ে ঐশী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন(NSUSS) এর জেনারেল সেক্রেটারি নির্বাচিত

নিউজ ডেস্কঃ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন NSUSS এর  জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছে- ফারিয়া জেরিন ঐশী। তিনি সংগঠন এর ২০২২-২০২৩ মেয়াদি কমিটির হয়েছে ।

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক এর একমাত্র কন্যা          ফারিয়া জেরিন ঐশী। প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক ঢাকাস্থ ভোলা সমিতির যুগ্ম সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজসেবক এবং সংগঠক। তিনি ইতিমধ্যে ভোলা সমিতিকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেছেন।       

ফারিয়া জেরিন ঐশী ছায়ানট ও শিশু একাডেমী হতে সংগীতে শিক্ষা লাভ করে। এছাড়াও  রেডিও টিভিতে সঙ্গীত পরিবেশন করে। সে রাজধানীর নানা রকম সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ।

ঐশীর এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন ইউরো সমাচার সম্পাদক মাহবুবুর রহমান, বাংলাদেশ ব্যুরো চিফ কবি শাহাবুদ্দিন রিপন শান এবং অষ্ট্রিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কবির। 

 18,859 total views,  1 views today