করোনা ভাইরাস থেকে রেহাই পেতে সতর্ক বার্তা দিলেন -এমপি শাওন

  নুরুল আমিন, ইউরো সমাচার প্রতিবেদকঃ প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে রেহাই পেতে সতর্ক থাকতে বার্তা দিলেন ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি তার নিজের ফেসবুক ওয়ালে ১৩ মার্চ জনতার উদ্দেশ্যে এই সতর্কীকরণ বার্তা পোস্ট করেন। এতে তিনি জরুরী প্রয়োজন ছাড়া কাউকে রাজধানী ঢাকায় না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এবং আতংকিত না হয়ে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান। গুরুত্বপূর্ণ এই স্ট্যাটাসে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষ্মণ দেখা দিলে কোথায় যোগাযোগ করতে হবে তাও তুলে এবং ডিজিজ কন্ট্রোল রুমের প্রয়োজনীয় মোবাইল নম্বর দিয়ে দেন। তিনি গুরুত্বপূর্ণ পোস্টটি কপি করে বা শেয়ার করে জনস্বার্থে ছড়িয়ে দেয়ার অনুরোধ করেন।                       

এখানে এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের পোস্টটি হুবহু তুলে ধরা হলো। সতর্কীকরণ: অতীব জরুরী কোন প্রয়োজন ছাড়া কাউকে রাজধানী ঢাকায় না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। “আতংকিত না হয়ে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলুন” নিজের অথবা পরিবারের কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে “ইনস্টিটিউট অব এপিডেমোলোজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ” আইইডিসিআরে যোগাযোগ করুন ।                                                                             

 IEEDCR Hotline +8801937000011, +8801937110011,+8801927711784 এবং  +8801927711785 

 2,839 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *