বাংলাদেশে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত

ঢাকা থেকে মহিবুর রহমান আদনান : বাংলাদেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে। আজ সোমবার দুপুরে আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ নিয়ে দেশে মোট ৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হল। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে বাংলাদেশ সরকার করোনা ভাইরাসের কারনে আগামী কাল মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন ।
2,461 total views, 1 views today