করোনার প্রভাবে অস্ট্রিয়ায় রেলের সময়সূচীতে ব্যাপক পরিবর্তন

কবির আহমেদ,নিজস্ব প্রতিনিধিঃ আগামী সোমবার ২৩শে মার্চ থেকে ভিয়েনা এবং পাশ্ববর্তী NÖ ও BGL প্রদেশে ট্রেন চলবে রবিবারের বা ছুটির দিনের প্লান অনুযায়ী।
আজ বুধবার ১৮ ই মার্চ অষ্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের (ÖBB) পরিচালনা পর্ষদের এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন অষ্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ। আরও বলা হয়েছে যে, টাইমিং রবিবারের মতো হলেও সকালে অফিস টাইমে কিছু অতিরিক্ত ট্রেন থাকবে যাতে পাশ্ববর্তী প্রদেশ থেকে লোকজন ভিয়েনায় তাদের অফিস আদালতে সময়মতো উপস্থিত থাকতে পারেন।

ইতিপূর্বে ভিয়েনার যানবাহন কর্তৃপক্ষ Wiener Linien ও এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন ১৮ ই মার্চ থেকে ভিয়েনায় ট্রাম ও বাস চলবে ছুটির দিনের প্লান অনুযায়ী এবং সপ্তাহান্তের সারা রাতের মেট্রো সার্ভিস বাতিল করা হয়েছে তবে নাইট বাস সার্ভিস অব্যাহত থাকবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভিয়েনার গণ পরিবহণে জনগণকে সচেতনতার লাউট স্পিকারে বলা হচ্ছে অনুগ্রহ আপনারা একে অন্য থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলুন।
2,452 total views, 1 views today