লালমোহনে হোম কোয়ারেন্টিন অমান্য করায় ১ জনকে জরিমানা

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহনঃ ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়ায় এলাকার প্রবাসী ছগির আহমেদ (৪০) কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে বিদেশ থেকে এসে হোম কোয়ারেন্টিনে না থেকে এলাকায় ঘুরে বেরাচ্ছে। শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে ওই প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে । সেই প্রবাসী ঐ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইলিশাকান্দি এলাকার আমির হোসেনের ছেলে বলে জানা যায়।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর, লালমোহন সদর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো. মহসিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস প্রমূখ।
3,239 total views, 1 views today