এ কেমন উন্নয়ন মূলক কাজ !

ঢাকা থেকে মোঃ সোয়েব মেজবাহউদ্দিনঃ ঢাকার মোহাম্মদপুরের শিয়া মসজিদ হতে শ্যামলী পর্যন্ত যে রিং রোডটি আছে। তার ডিভাইডার এর সাদা কালো রংয়ের সম্পূর্ন ভাল আছে। অথচ সেই সম্পূর্ন ভাল স্লাবগুলো তুলে ফেলে ভাংগা হচ্ছে এবং লাগানো হচ্ছে নতুন স্লাব। কিছু এলাকায় পুরাতন স্লাবগুলোর গায়ে সিমেন্ট মাখিয়ে সেই স্লাবগুলো লাগানো হচ্ছে যাতে পুরানো স্লাবগুলোকে নতুন দেখা যায়।

স্থানীয় জনগণ বলেন, ঢাকা শহরের অনেক অলি গলির অনেক রাস্তা যেখানে ভাঙ্গা অবস্থায় আছে সেই ভাঙ্গা রাস্তাগুলো মেরামত না করে সম্পূর্ন ভাল স্লাবগুলো তুলে ফেলে নতুন স্লাব লাগিয়ে দেশের অর্থের অপচয় করা কতটুকু যুক্তিযুক্ত এবং যুক্তিসংগত তা বোধগম্য হচ্ছে না। তেলা মাথায় তেল দেয়ার মত কাজ করার মত। এই বেদরকারী কাজ যে ঠিকাদার করছেন এবং যে প্রতিষ্ঠান করাচ্ছেন তারা কি সত্যি কোন সুস্থ্য মস্তিকের মানুষ, নাকি অর্থ লোভী কিছু অমানুষ ? দেশের অর্থ অপচয় করার মত বেদরকারী কাজ যারা করছেন তাদের বিরুদ্ধে কি কোন শাস্তিমুলক ব্যবস্থা নেয়া যায় না ? ভাংগা রাস্তা মেরামত না করে যারা এই ধরনের বেদরকারী কাজ করেন তারা কি দেশ দরদী নাকি অর্থলোভী ? এটাই স্থানীয় জনগনের জিজ্ঞাসা ।
1,830 total views, 1 views today