সাভারে করোনাভাইরাস প্রতিরোধে অ্যান্টি ইনফ্যাক্ট্যান্ট স্প্রে ও মাস্ক বিতরণ

সাভার থেকে নিজস্ব সংবাদদাতা, মোঃ জীবন হাওলাদারঃ সাভারে করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবি সংগঠন “রক্তিম” এর উদ্যোগে যাত্রীবাহি বাসে অ্যান্টি ইনফ্যাক্ট্যান্ট স্প্রে ও মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে । আজ সোমবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন যানবাহনে এ জীবাণু নাশক স্প্রে ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, ছাত্রলীগ নেতা মিশু, ছাত্রলীগ নেতা আতাউর রহমান শিপন ও রক্তিমের সভাপতি শাহারিয়ার ইসলাম শরিফসহ সংগঠনটির সদস্যবৃন্দ।
স্বেচ্ছাসেবি সংগঠন রক্তিম এর সভাপতি শাহারিয়ার ইসলাম শরিফ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরণের উদ্যোগ নেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় আজ আমরা যাত্রীবাহী বাসে বিশেষ ভাবে তৈরি অ্যান্টি ইনফ্যাক্ট্যান্ট স্প্রে ও মাস্ক বিতরণ করেছি। এছাড়াও আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে। সেই সাথে সমাজের যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বানও জানান তিনি।
3,714 total views, 1 views today