মাস্ক ও লিফলেট বিতরণ করেছে নাগরপুর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ

নাগরপুর, টাংগাইল থেকে নিজস্ব সংবাদদাতা, আজিজুল হক বাবু: করোনা ভাইরাস বিষয়ে নাগরপুরবাসির মাঝে সচেতনতা তৈরি করার লক্ষে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে নাগরপুর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ।
মঙ্গলবার ( ২৪ মার্চ) বেলা ১টা ৩০ মিনিটে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এর সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সুজায়েত হোসেন এর নেতৃত্বে নাগরপুর উপজেলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারদের সহযোগিতায় এবং নাগরপুর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এর উদ্যোগে যোহরের নামাজের পর ১২টি ইউনিয়নে এক যোগে মসজিদে উপস্থিত মুসল্লিদের মাঝে সচেতনতা মুলক লিফলেট ও মাস্ক বিতরণ করে। বিতরণকালে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ছামী, নূপুর পোদ্দার, বজলুর রশীদ বাবুল, বেল্লাল হোসেনসহ ইউনিয়ন কমান্ডার ও মুক্তিযোদ্ধারা।
3,386 total views, 1 views today