”করোনা” প্রতিরোধে সাভারে সতর্কীকরণ লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ

সাভার থেকে নিজস্ব সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় করোনা ভাইরাস সতর্কীকরণ লিফলেট মাস্ক ও সাবান বিতরণ করা হয়। দুই দলে বিভক্ত হয়ে আশুলিয়া থানা ছাত্রদল নেতারা এই কার্যক্রম সম্পন্ন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশমাইল রাঙ্গামাটি ও হরিজন কলোনির হিন্দু সম্প্রদায়ের মধ্যে করোনা ভাইরাস সতর্কীকরণ লিফলেট মাস্ক ও সাবান বিতরণ করেন আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা।

অপরদিকে ধামসোনা ইউনিয়ন এর বিভিন্ন মহল্লায় করোনাভাইরাস সতর্কীকরণ লিফলেট মাস্ক সাবান বিতরণ করেন গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস ও আশুলিয়া থানা ছাত্রদল নেতা মোঃ তমিজ উদ্দিন (তানভীর)। এ বিষয়ে তাদের সাথে কথা বলে জানা যায় করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবুর দিকনির্দেশনা আশুলিয়া থানা ছাত্রদলের নেতারা সাধারণ জনগণকে সতর্ক করতে নিরাপদ থাকতে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় লিফলেট মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
তিনি বলেন,আমাদের এই ধারা অব্যাহত থাকবে। আমাদের সবার উচিত যার যার জায়গা থেকে জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকতে উদ্বুদ্ধ করা। তিনি আরও বলেন, প্রয়োজন ব্যতীত আমরা কেউ যেন ঘর থেকে বের না হই। ইনশাআল্লাহ এই মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন।
3,377 total views, 1 views today