অসহায় হতদরিদ্র মানুষের পাশে ছাত্রলীগ নেতা আতিক

সাভার থেকে নিজস্ব সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: থমকে আছে পুরো বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে। দেশের প্রত্যেকটা মানুষ আজ লকডাউন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আজ ২৬ শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।                                                                                         
এখন থেকেই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে সাধারণ অসহায় হতদরিদ্র মানুষের জীবন। এদের কথা চিন্তা করে ঘরে বসে না থেকে অসহায় মানুষের পার্শ্বে ছাত্রলীগের সভাপতি আতিকুর  রহমান আতিক। সাভারে অসহায় হতদরিদ্র মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন।                                             

খাবার সামগ্রী মধ্যে ছিল: চাল, ডাল, আলু, পেঁয়াজ,তৈল ও হাত ধোয়ার সাবান।খাবার সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত এক বৃদ্ধা মহিলা বলেন আমার স্বামী রিকশা চালিয়ে সংসার চালায়, আমার ঘরে আগামীকালের খাবার ছিল না। খাবার পেয়ে আমার অনেক ভালো লাগছে দোয়া করি বাবা (ছাত্রলীগ নেতা আতিক) তুমি অনেক বড় হও।                                                                                         

এ বিষয় ছাত্রলীগের নেতা আতিক বলেন আমার নেতা সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব ভাইয়ের নির্দেশে খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছি “মানুষ মানুষের জন্য” আমি ঘরে বসে খাব আর আমার দেশের অসহায় মানুষ না খেয়ে কষ্ট করবে তা হতে পারে না। আমার সাধ্যমত আমি চেষ্টা করেছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আমাদের সমাজের প্রত্যেকের উচিত এই মহামারী থেকে বাঁচার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মিশু ,স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদ ও ছাত্রলীগ নেতা আতাবর রহমান শিপন সহ আরো অনেকে।

 3,425 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *