বাংলাদেশে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত-আইইডিসিআর

ঢাকা থেকে মোঃ সোয়েব মেজবাহউদ্দিনঃ আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা আজ বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ জন শনাক্ত হয়েছেন।
আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২৬ জন সন্দেহভাজনের নমুনা পরীক্ষা করেছে। এর মধ্যে ৫ জনের মধ্যে সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৪। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও চার রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১১ জন সুস্থ হলেন। মীরজাদী জানান, নতুন আক্রান্ত পাঁচজনের মধ্যে একজন বিদেশফেরত। তিনজন আগে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। আরেকজনের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। কার মাধ্যমে তিনি সংক্রমিত হয়েছেন, তা এখনো জানা যায়নি। আক্রান্ত সবাই পুরুষ। এই পাঁচজনের মধ্যে দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছর। দুজনের বয়স ৪১ থেকে ৫০ বছর, একজন ষাটোর্ধ্ব।
3,410 total views, 1 views today