করোনা পরিস্থিতিতে বরিশালে দুঃস্থদের মাঝে খাবার বিতরন

ঢাকা থেকে মোঃ সোয়েব মেজবাহউদ্দিনঃ করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল নগরীর ১২,১৩ ও ১৪নং ওয়ার্ডের ঘরে থাকা গরীব ও দু:স্থদের মাঝে পানিসম্পদ প্রতিমন্ত্রী, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষ থেকে খাবার সামগ্রী বিতরণ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা খান মামুন।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা খান মামুন বলেন,কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র নির্দেশে খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছি “মানুষ মানুষের জন্য” আমি ঘরে বসে খাব আর আমার দেশের অসহায় মানুষ না খেয়ে কষ্ট করবে তা হতে পারে না। আমারা সাধ্যমত আমি চেষ্টা করেছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আমাদের সমাজের প্রত্যেকের উচিত এই মহামারী থেকে বাঁচার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
2,916 total views, 1 views today