মানবতার পাশে ওবায়দুর রহমান অভি

সাভার থেকে নিজস্ব সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: আল্লাহতালা ব্যবসা মানুষের জন্য করেছেন হালাল। কিন্তু আমাদের সমাজের ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্য সাধারণ মানুষকে জিম্মি করে তার স্বার্থ হাসিল করে।

করোনাভাইরাস আতঙ্কে সারা বাংলাদেশে মাস্ক বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত এবং হাত ধোয়ার ডেটল সাবান ৪০ থেকে ৬০ টাকা। ঠিক সেই সময় মানবিক দিক বিবেচনা করে সাভারের ব্যবসায়ীক আইকন, ব্যবসায়িক নেতা ওবায়দুর রহমান অভি তার নিজস্ব মালিকানাধীন নিউ সিটি ফার্মাতে মাস্ক বিক্রি করছেন ১০ টাকা হাত ধোয়ার ডেটল সাবান বিক্রি করছেন ২০ টাকা ও অন্যান্য ঔষধ বিক্রি করছেন নির্দিষ্ট দামে।             

এ ব্যাপারে ওবায়দুর রহমান অভি বলেন মানুষের বিপদে মানুষকেই এগিয়ে আসতে হবে। আমি ভর্তুকি দিয়ে আমার প্রতিষ্ঠানকে মাস্ক ও সাবান বিক্রি করার জন্য নির্দেশনা দিয়েছি ও অন্যান্য ঔষধ নির্দিষ্ট দামে বিক্রি করতে বলেছি এবং অন্য ব্যবসায়ীদের লক্ষ্য রাখছি তারা যেন জনগণকে জিম্মি করতে না পারে। আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি যেন এই মহামারী থেকে আমাদের রক্ষা করেন।

 2,825 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *