”ঘরে থাকুন আপনারা, বাহিরে আছি আমরা”-মানিক মোল্লা

সাভার থেকে নিজস্ব সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে ভলান্টিয়ার ফোর্স এর যাত্রা শুরু করলেন সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১ নং প্যানেল মেয়র, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা। ঘরে থাকুন আপনারা , বাহিরে আছি আমরা স্লোগানকে সামনে রেখে দোকানগুলোতে WHO কর্তৃক নির্দেশিত সেফটি মার্কিং ও মাইকিং করা হয়। সেই সাথে ভলান্টিয়ার ফোর্স ব্রিফিং করা হয়।

ভলান্টিয়ার ফোর্স সম্পর্কে মানিক মোল্লা বলেন আমরা সার্বক্ষণিক জনসাধারণের পাশে আছি। মহামারী করোনা ভাইরাস রোধে সচেতনামূলক কাজ করবে এই ভলান্টিয়ার ফোর্স। আপনারা ঘর থেকে বের হবেন না, আমরাই আপনাদের কাছে পৌঁছাব। সেফটি মার্কিং মেনে দোকান থেকে বাজার সংগ্রহ করবো। অপ্রয়োজনে বাজার জনসমাগম এড়িয়ে চলব। আইন মেনে চলবো। ইনশাআল্লাহ করোনা ভাইরাস মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারব।
3,665 total views, 1 views today