অ্যাড: সানাউল্লাহ মিয়ার মৃত্যুতে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের শোক প্রকাশ

সাভার থেকে নিজস্ব সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: এ্যাডভোকেট সানা উল্যাহ মিয়া গতকাল ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। চলে গিয়েও আ-জীবনের জন্য বিএনপি পরিবারকে ঋনী করে গেলেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী, ১১/১ এর পটভূমিতে যার ভূমিকা ছিল সর্বোচ্চ দৃশ্যমান, আইনজীবী সমাজের প্রিয় মুখ, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী। বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সিনিয়র যুগ্ন-মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম যুগ্ম-আহবায়ক। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ফিন্যান্স কমিটির চেয়ারম্যান, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সফল সভাপতি এবং সাধারণ সম্পাদক।
এ বিষয়ে ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ গভীর শোক প্রকাশ করেন এবং বলেন মহান আল্লহ তাআলা এ্যাডঃ সানাউল্যাহ মিয়া ভাইকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করুন, জান্নাতের উচ্চ মাকাম দান করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
2,929 total views, 1 views today