মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন “ওবায়দুর রহমান অভি”

সাভার থেকে নিজস্ব সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: আমাদের সমাজে কিছু লোক আছে লোক দেখাতে, ফটোসেশন করতে, নাম ফোটাতে অনেক সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু তাদের চেয়ে ব্যতিক্রম ব্যবসায়িক নেতা ওবায়দুর রহমান অভি। আজ তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন হুবহু তুলে ধরা হলো।
“বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভাই ও বোনেরা আমার দুটো কথা আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা কারো কাছ থেকে হাত পাততে ও জানে না কারো কাছ থেকে চাইতেও লজ্জা পায় আমি সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি দেশের এই ক্রান্তিলগ্নে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আমি আপনাদের সামান্য কিছু সেবা করতে চাই যেমন ধরেন কারো ঘরে খাবার নাই কিন্তু লজ্জায় চাই তো পারছেন না সেরকম ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এসে নিয়ে যেতে পারেন প্রয়োজনে আমি কিছু মোবাইল নাম্বার দিচ্ছি আমার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের বাসায় পৌছে দিব অবশ্যই যারা সাভার সিটি সেন্টার এর আশেপাশে এমন কি সাভার পৌরসভা বসবাস করেন শুধু তাদের জন্য আমি কথা দিচ্ছি আমি যাদেরকে এই অনুদান দিব কেউ জানবে না কোন ফটোসেশন হবে না এবং আমার ফেসবুক বন্ধুরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের আশেপাশে যদি এরকম কোন পরিবার যদি থাকে দয়া করে আমার মোবাইল নাম্বার গুলো দিয়ে দিবেন তারা যেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন ধন্যবাদান্তে, আমি ওবায়দুর রহমান অভি । মোবাইল নাম্বারঃ 01712170166,0199112296 এবং 01885377777 ।”
আমাদের সবারই উচিত এ জাতীয় মানব সেবায় এগিয়ে আসা। পাবলিসিটির জন্য নয় মানবিক কারণেই মানুষের পাশে এগিয়ে আসতে হবে।
3,669 total views, 1 views today