সাভার”হিউম্যান হেল্পিং সোসাইটির”খাদ্য সামগ্রী বিতরণ

সাভার থেকে নিজস্ব সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডে অবস্থিত “সাভার হিউম্যান হেল্পিং সোসাইটি”। এই সোসাইটির মূল লক্ষ্যই মানব সেবায় এগিয়ে আসা। সোসাইটির মোট সদস্য সংখ্যা ১০০ জন, সকল সদস্যদের সাহায্য-সহযোগিতায় এর আগে সাভারের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক , সতর্কীকরণ লিফলেট ও জীবানুনাশক ছিটানো হয়।
এই সংগঠন এটা করেই তারা বসে থাকেননি, চিন্তা করেছে অসহায় হতদরিদ্র মানুষের কথা। তারা কি খেয়ে জীবন যাপন করবেন কারণ করোনা ভাইরাসের কারণে সারাদেশ লকডাউন কেউ কোথাও কাজ করতে পারবেন না।

তাই আগামীকাল সকাল থেকেই খাদ্য বিতরণ করবেন ৭ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায়। খাদ্য তালিকায় আছে চাল, ডাল, লবণ, আলু, পেঁয়াজ ও হাত ধোয়ার সাবান। এবিষয়ে সাভার হিউম্যান হেল্পিং সোসাইটির এডমিন তাজ খান নাঈম বলেন আমাদের সোসাইটির মূল লক্ষ্য হল মানব সেবা করা। বিপদে মানুষের পাশে দাঁড়ানো, সমাজের আমরা সবাই চেষ্টা করলে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি। সেই সাথে সাভার হিউম্যান হেল্পিং সোসাইটির সকল সদস্যদের কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানায় কাজটি সফল করার জন্য।
3,940 total views, 1 views today