লালমোহনে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে বাড়ীতে বাড়ীতে গিয়ে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।                                        

২৯ মার্চ রোববার দিনব্যাপী লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে সহস্রাধিক গৃহবন্ধি হতদরিদ্র শ্রমজীবি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ও আলু । বিতরণ অনুষ্ঠান টেলিকনফারেন্সে উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।                  

 

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি এমপি শাওনের পক্ষে এসব খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে শ্রমজীবি মানুষের হাতে তুলে দেন। এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মীর খায়রুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস উপস্থিত ছিলেন। টেলিকনফারেন্সে এমপি শাওন বলেন, লালমোহন-তজুমদ্দিনের খেটে খাওয়া শ্রমজীবি মানুষের জন্য ব্যক্তিগত তহবিল থেকে আগামী ৫ এপ্রিল লালমোহন এসে ৪ হাজার খাদ্য সামগ্রী, ৪ হাজার মাস্ক, ৪ হাজার সাবান ও চিকিৎসকদের জন্য ৫০ সেট পিপিই বিতরণ করা হবে।

 3,312 total views,  1 views today