বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)

সাভার থেকে নিজস্ব সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ।
দিনের বেলায় সাভার উপজেলার বিভিন্ন মহল্লায় , বাজারে, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে টহল দিয়ে সচেতনতা মূলক মাইকিং করছেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে করণীয় দিক নির্দেশনা দিচ্ছেন। রাতের বেলায় বাড়ি বাড়ি ছুটছেন ত্রাণ সামগ্রী নিয়ে।
গতকাল সন্ধ্যা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অসহায় হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা মূলক করণীয় ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার, মোঃ পারভেজুর রহমান বলেন আপনারা কেউ ঘর থেকে বের হবেন না, আপনাদের প্রয়োজনে আমরাই আপনাদের কাছে আসবো। এ সময় মোঃ আবদুল্লাহ আল মাহফুজ, সহকারী কমিশনার (ভূমি), বলেন আপনারা স্বাস্থ্য আইন মেনে চলুন, অযথা জনসমাগম করবেন না, নিরাপদ দূরত্বে চলাচল করুন। যাদের খাদ্য নেই আমাদের অবগত করুন আমরাই ছুটে আসবো আপনাদের দ্বার প্রান্তে।
3,207 total views, 1 views today