লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

লালমোহন থেকে তপতী সরকারঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় ঘর থেকে বাইরে যেতে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবায় আতঙ্কে গৃহবন্দী লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের গরীব-দুঃখী ও অসহায় ২শত পরিবারের মাঝে দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ মিয়ার পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৯ মার্চ রোববার বিকেলে মোঃ ইউনুছ মিয়ার ব্যক্তিগত তহবিল থেকে ফরাজগঞ্জ ইউনিয়নের ছিন্নমূল গরীব ও অসহায় ২শ পরিবারের মাঝে চাল, ডাল, পেয়াজ, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মোঃ ইউনুছ মিয়া বলেন, করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে নিজে সচেতন হোন,অন্যকে সর্তক করুন।
মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবার আতঙ্কে গৃহবন্দী গরীব-দুঃখী ও অসহায় ২শ পরিবারের মাঝে আমার ব্যক্তিগত তহবিল থেকে দ্বীপ উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হলো। এই কার্যক্রম চলমান থাকবে।
3,383 total views, 1 views today