লালমোহনে জীবানু নাশক ঔষধ স্প্রে করছেন কাউন্সিলর জসিম ফরাজী

লালমোহন থেকে তপতী সরকারঃ ভোলার লালমোহনে করোনা ভাইরাস প্রতিরোধে লালমোহন পৌরসভা ১২ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে জীবানু নাশক ঔষুধ স্প্রে করছেন পৌর কাউন্সিলর জসিম ফরাজী। সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির নির্দেশে পৌর কর্তৃপক্ষ এ স্প্রে করা শুরু করেন। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ইতিমধ্যে লালমোহন উপজেলা বিভিন্ন হাট-বাজার বন্ধ করে দেয়া হয়েছে। লোকজনকে বাড়ীত থাকতে বলা হয়েছে। লালমোহন পৌর শহরসহ উপজেলার হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় দোকানগুল সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। এছাড়াও সকলকে নিরাপদে থাকার পরামর্শও দিয়েছেন প্রশাসন। এসময় পৌর কাউন্সিলর জসিম ফরাজী বলেন লালমোহন পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের নির্দেশে হতদরিদ্র ও ক্ষুধার্তদের মাঝে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া চাল, ডাল, আলু অসহায় ও গরীবদের মাঝে পৌঁছে দিচ্ছি।মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা “আপনারা নিজেরা সচেতন হবেন এবং অন্যকে সচেতন করবেন কেউ বিনা প্রয়োজনে ঘরের বাহিরে আসবেন না। ইতিমধ্যে আমরা সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি”।
এ সময়১২ নং ওয়ার্ড কাউন্সিলর জসিম ফরাজী বলেন, অসহায় ও হতদরিদ্রের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি শাওনের নির্দেশ পৌঁছানোর কাজ অব্যাহত থাকবে।
3,194 total views, 1 views today