বোরহানউদ্দিনে সাংবাদিক নির্যাতনকারী নাবিল গ্রেপ্তার

জাহিদুল ইসলাম দুলাল,লালমোহন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে মোবাইল চুরির অপবাদ দিয়ে প্রকাশ্যে স্থানীয় সাংবাদিক সাগর চৌধুরীকে নির্যাতনকারী ইউপি চেয়ারম্যানের ছেলে নাবিলকে গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।                                       

বুধবার দুপুরে নাবিলকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান। এদিকে নির্যাতনকারী নাবিলকে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন। পাশাপাশি অপরাধ কর্মকাণ্ডে নাবিলকে মদদদানকারীদের কেও আইনের আওতায় আনার দাবি জানান তারা।                                   

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার বড় মানিকা ইউনিয়নের গৃহে থাকা জেলেদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক ত্রাণের চাল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে প্রকাশ্যে সাংবাদিক সাগর চৌধুরীকে নির্যাতন করে ওই ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে নাবিল। এ ঘটনায় মামলা দায়ের হলে মঙ্গলবার নাবিল কে গ্রেপ্তার করে পুলিশ।

 3,298 total views,  1 views today