যুবলীগ নেতার খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সাভার থেকে নিজস্ব সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: করোনাভাইরাসের প্রভাবে সাভার পৌর এলাকায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে আলহাজ্ব আঃ গনির পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ সাভার পৌর যুবলীগ নেতা আরিফ পত্তনদার খেটে খাওয়া দিনমজুর, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন ।
সাভার পৌর যুবলীগ নেতা আরিফ পত্তনদার বিভিন্ন ওয়ার্ডে নিম্ন আয়ের দরিদ্রজনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রয়১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বুধবার দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকায় ১৫০ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল তেল, লবনসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেন উপস্থিত থেকে এসব খাদ্য সমাগ্রী বিতরন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় নেতা-কর্মীরা আজ সমাজের অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় যুবোলীগের নেতা-কর্মীরা আজ যে যার অবস্থান থেকে উদ্ভদ্ধ সংকট মোকাবেলায় ঝাপিয়ে পড়েছে। এসময় তিনি অসহায় মানুষের সহযোগীতায় সমাজের অন্যান্য বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান। আরও উপস্থিত ছিলেন,সরকারী সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি খন্দকার তৌহিদুল ইসলাম প্রমুখ ।
3,494 total views, 1 views today