হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলয় সাংবাদিক নির্যাতনে অষ্ট্রিয়া- বাংলাদেশ প্রেস ক্লাবের তীব্রনিন্দা
নিউজ ডেস্কঃ আজ অষ্ট্রিয়া- বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের সংবাদ প্রচার করায় সাংবাদিক শাহ সুলতান আহমেদকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মেরে আহত করেছে ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও তার লোকজন।
বুধবার (১ এপ্রিল) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক এম মুজিবুর রহমান ও বুলবুল আহমেদ। আহত অবস্থায় স্থানীয়রা সুলতানকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায়, অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্রনিন্ধা জানান। সেই সাথে হামলাকারী ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও তার লোকজনকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান ।
3,437 total views, 1 views today