সাভারে ফেসবুক স্ট্যাটাস দেখে, খেটে খাওয়া মানুষের পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেট’

সাভার থেকে নিজস্ব সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের কারণে লক ডাউন। সামাজিক দূরত্ব মেনে কেউ চলাফেরা করছি না। আইএসপিআর থেকে বিবৃতি দিয়ে কঠোর অবস্থানে মাঠে নামছে সেনাবাহিনী। তবে পারিপার্শ্বিক অবস্থায় সবার মধ্যেই ছিল অনিশ্চয়তা। প্রায় সপ্তাহ দুয়েক ধরেই কাজের বাজার এখন টালমাটাল।                                  

এখানে আসার আগেও শ্রমিকেরা কেউ জানেন না কাজ মিলবে কি না। এরা সবাই দিনমজুর। দিনে এনে দিনে খায়। ইট ভাঙা, নির্মাণকাজ, রাজমিস্ত্রি, রাজমিস্ত্রির সহকারী, কাঠমিস্ত্রি, বস্তা টানা, মাটি কাটা, ড্রেন পরিষ্কার থেকে শুরু করে এমন কোনো কাজ নেই, যা তাঁরা করেন না। শ্রমজীবী অসহায় এসব মানুষদের দিনটিই শুরু হলো অন্যভাবে। ভোর থেকে জমায়েত হয়ে-ও যেখানে কাজ পাচ্ছিলেন না,আচমকা সেখানে খাবার সামগ্রী নিয়ে হাজির হলেন সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন গণমাধ্যমকর্মীর ফেসবুক স্ট্যাটাস দেখে নিজেই উদ্যোগী হয়ে চলে আসি খেটে খাওয়া দিনমজুর মানুষের পাশে।                                     

 

গত ১ এপ্রিল এন টিভির সিনিয়র সাংবাদিক জাহিদুর রহমানের দেয়া একটি স্ট্যাটাস নজর কাড়ে আমার। অসহায় শ্রমজীবী মানুষদের দুটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “সামাজিক দূরত্ব কি- এটা ওরা জানে না। সরকারি বিধি নিষেধ মানার মতোও খুব একটা গরজ নেই ওদের। কেবল জানে, কাজ না করলে পেট চলবে না। আর এটাও শুনেছে, নতুন করোনাভাইরাস নামের অদৃশ্য এক দৈত্য লন্ডভন্ড করে দিচ্ছে স্বাভাবিক জীবনের সবকিছু। প্রাতঃভ্রমণে পথ চলতে দেখা অসহায় মানুষগুলোর সঙ্গে কথা হলো। না, তারা কারও কোনো সাহায্য সহযোগিতা পায়নি।                    

খেটে খাওয়া এসব মেহনতি মানুষের জন্য আমরা মাথাপিছু ১০ কেজি চাল ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল,১ কেজি মসুর ডাল ও একটা সাবান, বড় একটি প্যাকেটে করে তাদের হাতে তুলে দিয়েছি। আমাদের উদ্দেশ্য, একটি মানুষ-ও যেন না খেয়ে থাকে। খেটে খাওয়া এ সকল মানুষ খাদ্য সামগ্রী পেয়ে অশ্রুসিক্ত নয়নে বলে,আমরা ঘর থেকে বের হয়েছি আমাদের পরিবারের কথা চিন্তা করে। খাদ্য সামগ্রী পেয়ে অনেক ভালো লাগছে, মনে স্বস্তি ফিরে এসেছে। সেই সাথে তারা আন্তরিক ধন্যবাদ জানায় সিনিয়র সাংবাদিক জাহিদুর রহমান ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ কে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য।

 3,907 total views,  1 views today