সাভার থানা ছাত্রদলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

সাভার থেকে নিজস্ব সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: করোনাভাইরাস আতঙ্কে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এতে সবচাইতে কষ্টে আছেন দিনমজুর খেটে খাওয়া মানুষ। তাদের কথাই চিন্তা করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন সাভার থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুবেল আহমেদ।

এ বিষয়ে রুবেল আহমেদ বলেন বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম ভাইয়ের পরামর্শে নিজ অর্থায়নে ঢাকা জেলা ছাত্রদলের অধীনস্থ সাভার থানা ছাত্রদলের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারনে কর্মহীন অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য- সামগ্রী পৌছে দিচ্ছি। অসহায় মানুষের পাশে ঢাকা জেলা ছাত্রদল আছে থাকবে ইনশাল্লাহ ।
তিনি আরো বলেন, আমরা যারা খাদ্য সামগ্রী বিতরণ করছি তারা যেন ফটোসেশনের উদ্দেশ্যে বিতরণ না করি। তাহলে যে ব্যক্তি খাদ্য সামগ্রী গ্রহণ করছেন তিনি অসহায়ত্ব বোধ করেন।
3,891 total views, 1 views today