১৫ হাজার গরীব-দুঃখী মানুষকে সহায়তার উদ্দেশ্যে লালমোহন আসছেন এমপি শাওন

লালমোহন থেকে তপতী সরকারঃ বিশ্বব্যাপী ছড়িয়া পড়া মহামারী “করোনা ভাইরাস (COVID-19” এর প্রভাবে বাংলাদেশ সরকারও সকলকে লক ডাউনের আওতায় এনেছে । এই কারনে বর্তমান সময়ে দিনমজুর থেকে শুরু করে দু:স্থ মানুষগুলো যেন কোন কষ্ট না পায় সেই লক্ষে জননেত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপকরণ গরীব-দুঃখী মানুষদের মাঝে পৌঁছিয়ে দিতে লালমোহন-তজুমুদ্দিন আসছে জননেতা দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
বৈশ্বিক এ মহা-বিপর্যয়ে তিনি বসে থাকতে না পেরে অসুস্থ হয়েও নিজ নির্বাচনী এলাকায় আসছেন গৃহবন্দী অসহায় মানুষের পাশে থাকার জন্য । বিশেষ করে বিগত দিনগুলিতে ঘূর্ণিঝড় আইলা, হারিকেন, সিডরসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি বিপদগ্রস্থ মানুষের পাশে থেকে সার্বিক সহযোগীতা করার চেষ্টা করছেন।
বর্তমানে এ বিপর্যয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সবার পাশে থেকে সর্বাত্মক সহযোগীতা অব্যাহত রাখার জন্য জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ও মিসেস ফারজানা চৌধুরী রত্না সড়ক পথে লালমোহন-তজুমদ্দিনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
তিনি লালমোহন ও তজুমদ্দিন উপজেলার ১৫,০০০ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করবেন।
3,214 total views, 1 views today