অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকার ব্যুরো চীফ হিসেবে নিয়োগ পেল রিপন শান ।
ডেস্ক রিপোর্টঃ ভিয়েনা থেকে প্রকাশিত ইউরো সমাচার অনলাইন পত্রিকায় ভোলা জেলার ব্যুরো চীফ হিসেবে নিয়োগ পেয়েছেন লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি,বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার এর সভাপতি এবং নুরুন্নবি চৌধুরী কলেজের প্রভাষক রিপন শান। তিনি ছাত্র জীবন থেকেই সাংবাদিকতার সাথে যুক্ত আছেন । গত ০১-০৪-২০২০ইং তারিখে দৈনিক ইউরো সমাচার পত্রিকার বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় ।তিনি গত ০১-১০-২০১৯ ইং থেকে ভোলার বিশেষ প্রতিনিধি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে ঐ দায়িত্ব পালন করে আসছিলেন । দৈনিক ইউরো সমাচার পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক নিয়োগ পত্রের মাধ্যমে তাকে গত ০১-০৪-২০২০ ইং থেকে এই দ্বায়িত্ব প্রদান করা হয় । দৈনিক ইউরো সমাচার অনলাইন পত্রিকার প্রতিনিধি, সংবাদ ও বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে ০১৭১৯৩১৬৬৮৪ এই মোবাইল নাম্বারে তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
4,739 total views, 1 views today