অসহায় দুঃস্থ মানুষের পাশে ছাত্রলীগ নেতা আতাবর রহমান শিপন

সাভার সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের নয়াবাড়ি , ভাটপাড়া, বউবাজার এলাকায় ছাত্রলীগ নেতা আতাবর রহমান শিপনের নেতৃত্বে অসহায়, গরীব দুঃস্থ, মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।                                                
সামগ্রীর মধ্যে চাল, ডাল ,আলু, পেঁয়াজ ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়। এ বিষয়ে ছাত্রলীগ নেতা আতাবর রহমান শিপন বলেন আমার রাজনৈতিক অভিভাবক সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের নির্দেশনা ও তার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়ে আমার নিজ অর্থায়নে যতটুক পেরেছি গরীব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।                      

 

আমাদের সমাজের সবারই উচিত দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো। যে যতটুকু পারেন তাই নিয়েই এদের সাহায্য করুন। ইনশাআল্লাহ করোনা নামক এই মহামারী আমাদের দেশ থেকে চলে যাবে।

 3,598 total views,  1 views today