বাংলদেশে নতুন করে ২ জনের করোনায় মৃত্যু

ঢাকা থেকে মোঃ সোয়েব মেজবাহউদ্দিনঃ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আরও ২জনের মৃত্যু হয়েছে। এদের একজনের ৯০ বছর এবং অন্য জনের বয়স ৬৮ বছর । গত ২৪ ঘন্টায় ৪৩৪ জনের নমুনা সংগ্রহ করে নতুন ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা ৮ জন এবং আক্রান্তের সংখ্যা ৭০ জন। এ ছাড়া আরও ৪জন সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন। মোট সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন মোট ৩০ জন। গত ২৪ ঘন্টায় ৪৬৯ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় গেছেন ৩২৮ জন।
আজ শনিবারবার দুপুর ১২:১০মি. সময় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
3,559 total views, 1 views today