কুমিল্লার জেলার হোমনা উপজেলায় করোনা প্রতিরক্ষায় ব্যাপক প্রস্তুতি

কুমিল্লা থেকে নিজস্ব প্রতিনিধিঃ আজ শনিবার ৪ এপ্রিল কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, হোমনা থানার আইন-শৃঙ্খলা বাহিনীদের মাঝে ২০পিস পিপিই বিতরণ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে গ্রহন করেন ওসি মো.আবুল কায়েস আকন্দ । এই সময় মাননীয়া সাংসদের সাথে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।                                                                                                                 
অন্যদিকে ঝড় ও শিলাবৃষ্টির মাঝে ও থেমে নেই হোমনার ইউএনও তাপ্তি চাকমার বাজার মনিটরিং কার্যক্রম। করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে চলছে লক ডাউন। আর এই সুযোগে একশ্রেণির ব্যবসায়ী নিত্যপন্যের মূল্য বাড়িয়ে দিতে পারে । এতে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজার মনিটরিং ও করোনা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা প্রশাসন। শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ( ইএনও) তাপ্তি চাকমা প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টির মাঝেও বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব বজায় রাখতে মোবাইল কোর্টের অভিযান অব্যহত রেখেছেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ এ সময় উপস্থিত ছিলেন।                                           

 

হোমনা পৌরসভায় চলছে স্বেচ্ছায় সহযোগীতায় “দিন আনে দিন খায়” কার্যক্রম — দেশব্যাপী লক ডাউনের প্রভাবে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায় তারা দৈনন্দিন কাজে যেতে না পারায় কর্মহীন হয়ে পড়েছে। এসব খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে খাদ্যসহযোগীতা করার লক্ষ্যে হোমনা গণপাঠাগারের পরিচালক আবদুস সালাম ভুইয়ার নেতৃত্বে স্বেচ্ছায় সহযোগীতা নিয়ে “দিন আনে দিন খায়” কার্যক্রম চালু করেন। এ কার্যক্রমের অধীনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর দিক নির্দেশনায় বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের তালিকা তৈরী করে চলছে খাদ্য সামগ্রী বিতরণ।                                      
শুক্রবার হোমনা গণপাঠাগারের প্রতিষ্ঠাতা ও থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক হোমনা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক হোমনার কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবদুস সালাম ভূঁইয়ার নের্তৃত্বে হোমনা পৌরসভার ৪ নং ওয়ার্ডে দিন আনে দিন খায় এমন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলেন ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি আলু। গণ পাঠাগারের পরিচালক আবদুস সালাম ভূইয়া বলেন, পৌরসভার ১,২,৩,৪ও ৫ নং ওয়ার্ডের দিন আনে দিন খায় এমন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কর্মসুচী অব্যহত থাকবে যতদিন করোনা সমস্যার সমাধান না হবে। আশার খবর হল, কুমিল্লার হোমনা উপজেলায় এখনও কোনো করোনায় আক্রান্তের খবর পাওয়া যায় নি।

 3,515 total views,  1 views today