ত্রানের জন্য লালমোহনে হটলাইন চালু করলেন – এমপি শাওন


জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ফোন করলেই ত্রান পৌঁছে যাবে বাড়ীতে। করোনায় গৃহবন্দী দুস্থ হতদরিদ্র ও অসহায়দের জন্য এমন ব্যাতিক্রমধর্মী মহৎ উদ্যোগ নিয়েছেন লালমোহন-তজুমদ্দিনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।                                    
হট নাম্বারগুলো হলো লালমোহন উপজেলার জন্য ০১৭১১১৫৯১০৫, ০১৭১৮৫১০৬৬৮ এবং তজুমদ্দিন উপজেলার জন্য ০১৭৭১২৩১৫৭১। মোবাইল নম্বরে ফোন করলেই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে ফোন দেয়ার বাড়ীতে। মধ্যবিত্তরাও যারা সমস্যায় আছেন বা লজ্জায় ত্রানের জন্য কোথাও যেতে পারছেন না তারা ফোন করে তাদের সমস্যা বললে ত্রান পৌঁছে যাবে আপনার বাড়ীতে।

 3,545 total views,  1 views today