লালমোহনের সবার প্রিয় শিক্ষক হারুন স্যার আর নেই

লালমোহন থেকে তপতী সরকারঃ ভোলা জেলার লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হারুন অর রশিদ মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।তিনি নিজ বাড়ীতে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ।উনি কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের খুব প্রিয় শিক্ষক ছিলেন।তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষক ও শিক্ষার্থী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।                            
শিক্ষকতার বাইরে তিনি রাজনৈতিক জীবনে লালমোহন পৌরসভার ৭ নং ওয়ার্ডের পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁর মৃত্যু সংবাদে গভীর শোক প্রকাশ করেন লালমোহন তজুমদ্দিনের নয়নের মনি, গরীবের বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং লালমোহন মাধ্যমিক শিক্ষক সমিতিও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।    
এদিকে লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ইউরো সমাচার পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান । এক শোক বানিতে তিনি মহুমের রুহের মাগফেরাৎ কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান ।
অন্যদিকে অষ্ট্রিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কবির এক শোক বানিতে সিনিয়র সহকারী শিক্ষক হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান ।

  

 3,980 total views,  1 views today