বাংলাদেশে সাধারণ ছুটি বাড়লো ১৪ এপ্রিল পর্যন্ত
ঢাকা থেকে মোঃ সোয়েব মেজবাহউদ্দিনঃ করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তবে পরদিন ১৪ এপ্রিল পয়লা বৈশাখের ছুটি থাকায় সেটিও এই ছুটির সঙ্গে যুক্ত হবে। ফলে ছুটি কার্যত ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ল।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন মিডিয়াকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানান তিনি। এর আগে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। এখন নতুন করে ১২ ও ১৩ এপ্রিল ছুটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর পরদিন পয়লা বৈশাখের ছুটি।
4,058 total views, 1 views today