একজন ব্যতিক্রম পুলিশ অফিসার-মোঃ রাসেলুর রহমান

ভোলা থেকে ব্যুরো চিফ, রিপন শানঃ সত্যিই একজন মানবিক মূল্যবোধে অতুজ্জ্বল সেবাব্রতী মহৎ মানুষ ভোলার লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান। লালমোহন বোরহানউদ্দিন বাসির দেখা ব্যতিক্রমী একজন পুলিশ কর্মকর্তা। শুধু পুলিশ অফিসার হিসেবেই নয়, মানুষের প্রতি সীমাহীন দরদ আর সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি বিভিন্ন সময় সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
ব্যক্তিগত ও পেশাগত জীবনে অত্যন্ত সৎ নির্লোভ নিষ্ঠাবান আপসহীন এই মানুষটি করোনা পরিস্থিতিতে গৃহবন্ধি বেদে পল্লীতে নিজের অর্থায়নে বিতরণ করেছেন খাদ্য সামগ্রী। যেখান থেকেই দুর্দশাগ্রস্ত মানুষের খবর পেয়েছেন , মুহূর্তেই ছুটে গেছেন সেখানে । করোনা পরিস্থিতিতে লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলার মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য নিয়েছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানান কর্মসূচি ।

নিজেকে মানুষের মঙ্গলে নিবেদিত রাখতে পারলে দারুন আনন্দ লাভ করেন রাসেলুর রহমান । সবসময় ভালো কাজের সাথে জড়িত থাকতে বদ্ধপরিকর অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান ৫ এপ্রিল ২০২০ রোববার সকাল ১১ টায় থ্যালসেমিয়ায় আক্রান্ত এক রোগীকে এক ব্যাগ বি পজেটিভ রক্তদান করেছেন। এটি তাঁর দশম রক্তদান । “ভালোর সাথে আলোর সাথে” মানবতার সেবায় বহুদুর এগিয়ে যাবেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান- এ বিশ্বাস সচেতন সকল স্বজনের ।
দশমবারের মতো রক্তদাতা ভোলার লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান কে লালমোহন মিডিয়া ক্লাবের পক্ষ থেকে অশেষ অভিনন্দন ।
4,262 total views, 1 views today