ঢাকা জেলা বিএনপি সভাপতির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

সাভার সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: করোনাভাইরাস দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। তাই সবচাইতে শংকিত অসহায় হতদরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষগুলি। সামাজিক,রাজনৈতিক,অনেক বিত্তবানরা এগিয়ে এসেছেন অসহায় মানুষদের পাশে।
আজ মঙ্গলবার ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে, ঢাকা জেলা বিএনপি’র সহ-আইন বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা বিএনপি’র আইন বিষয়ক এ্যাডভোকেট আবু হানিফের নেতৃত্বে আশুলিয়া থানার পলাশবাড়ী ও ডেন্ডাবর এলাকায় অসহায় হতদরিদ্র, দিনমজুর, গার্মেন্টস কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, ও তৈল।
এই বিষয়ে এ্যাডভোকেট আবু হানিফ বলেন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর সার্বিক সহযোগিতায় দেশের এই ক্রান্তিলগ্নে অসহায়-দুস্থ,খেটে খাওয়া দিনমজুর মানুষের পাশে এগিয়ে এসেছি। আমাদের সবারই উচিত যার যার স্থান থেকে সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে এগিয়ে আসা। ঢাকা জেলা বিএনপি’র খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ জনি দেওয়ান ও গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস মোঃ তমিজ উদ্দিন তানভীর সহ আরো অনেকে।
4,458 total views, 1 views today