লালমোহন পৌর এলাকায় সকল যানবাহন বন্ধ- মেয়র তুহিন

লালমোহন থেকে, তপতী সরকারঃ গতকাল ৬ এপ্রিল লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পৌর এলাকায় এখন থেকে কোন রকমের যানবাহন চলবেনা । নিম্নে বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরা হল ।
লালমোহন পৌরসভা কার্যালয় লালমোহন, ভোলা।
তারিখ- ০৬.০৪.২০২০খ্রি. বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা পরিবহন মালিক ও চালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস সংক্রমন সারাবিশ্বে ছড়িয়ে পড়ায় এ প্রাণঘাতী ভাইরাস হতে সকল জনসাধারনকে রক্ষার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লালমোহন পৌর এলাকায় ৬ এপ্রিল,২০২০ হতে সকল ধরনের পরিবহন ( ব্যাটারী চলিত অটো, পা চালিত রিক্সা, মটার চালিত রিক্সা, করিমন, নসিমন, বেবী ট্যাক্সী, ভাড়ায় চালিত হোন্ডা ইত্যাদি) পৌর এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হলো। হোন্ডায় ড্রাইভার ব্যতিত একাধিক ব্যক্তি পরিবহন করিতে পারিবেনা। মালবাহী পরিবহন সন্ধ্যা ৭ টা হতে ভোর ৬ টা পর্যন্ত চলাচল করতে পারবে। প্রেক্ষিতে এ আদেশ প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। অন্যথায় অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারী করা হলো।
স্বাক্ষরিত
(হাজী এমদাদুল ইসলাম তুহিন)
মেয়র লালমোহন পৌরসভা, ভোলা।
3,439 total views, 1 views today