বাংলাদেশের কোটি শ্রমিককে খাবার দিন-সেভ দ্য রোড

ঢাকা থেকে, নিজস্ব প্রতিনিধিঃ সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী ও মহাসচিব শান্তা ফারজানা এক যৌথ বিবৃতিতে বলেন, পরিবহন সেক্টরের সাথে সম্পৃক্ত প্রায় এক কোটি শ্রমিককে খাবার দিন, তাদের বাড়ি ভাড়া সহ আনুসাঙ্গিক খরচের জন্য বিশেষ বরাদ্দর মধ্য দিয়ে অর্থ দিন। তা না হলে পরিবহন সেক্টরে বড় ধরণের বিপর্যয় আসবে, যা অর্থনীতির উপরও চরম আঘাত করবে বলে আমরা আশঙ্কা করছি। আর তা করোনা পরিস্থিতির পরে সাধারণ মানুষের বিপদ আরো দীর্ঘ করবে, তা আমরা চাই না। 
৮ এপ্রিল প্রেরিত বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে পরিবহন সেক্টরের সাথে সম্পৃক্ত আকাশ-সড়ক- রেল ও নৌপথের শ্রমিক-কর্মচারিদেরকে নিয়ে এখনই ভাবার ও সিদ্ধান্ত নেবার আহবান জানান।

 

 4,069 total views,  1 views today