সাভার মিডিয়া ক্লাবের পক্ষ থেকে ব্যতিক্রমী খাদ্য সামগ্রী বিতরণ

সাভার সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: সাভার মিডিয়া ক্লাব এর প্রতিষ্ঠাতা, এনাম মেডিকেল কলেজের পরিচালক, এনটিভির সিনিয়র সাংবাদিক মোঃ জাহিদুর রহমান এর পক্ষ থেকে গর্ভবতী ও প্রসূতি মা, শিশু এবং কর্মহীন পাঁচ শতাধিক মানুষের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
পুষ্টিকর খাবার হিসেবে প্যকেটজাত তরল দুধ ও ডিম বিতরণ করা হয়। এই মুহূর্তে গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই ব্যতিক্রমী এই কর্মসূচি গ্রহণ করা হয় বলে নিশ্চিত করেন সাভার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান। তিনি আরো বলেন বাস্তবতা হলো,এত সংখ্যক মানুষকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করাটা সত্যিই দুঃসাধ্য একটা কাজ। আমাদের সীমিত সামর্থের মাঝেও সেটা বজায় রাখার চেষ্টা করেছি। তবে হিমশিম খেতে হয়েছে খুব। সব মিলিয়ে এই কাজের জন্য সামাজিক যোগাযোগ-মাধ্যমে যারা অনুপ্রেরণা যুগিয়েছেন, তাদের সকলের কাছে অনেক ঋণী এবং পরম কৃতজ্ঞতা।
4,340 total views, 1 views today