বঙ্গবন্ধুর খুনি মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ

ঢাকা থেকে মহিবুর রহমান আদনানঃ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাড়ে চার দশক পর গ্রেফতার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছেন রাষ্ট্রপতি। এর ফলে তার রায় কার্যকরে আর কোনো বাধা রইল না। এর আগে আবদুল মাজেদের ফাঁসির রায় কার্যকরে মৃত্যু পরোয়ানা জারি করেন আদালত।                                            

গতকাল বুধবার মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর পর কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন তিনি। গতকাল সকালে মাজেদকে কারাগার থেকে আদালতে হাজির করার পর আবদুল মাজেদের ফাঁসির রায় কার্যকরে মৃত্যু পরোয়ানা জারি করেন ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল চৌধুরী। এর পরপরই লালসালু কাপড়ে মুড়িয়ে সেই পরোয়ানা কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেয় আদালতের কর্মচারীরা। এর আগে মঙ্গলবার ভোরে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতারের পর মাজেদকে সেখানেই রাখা হয়েছে।

 4,655 total views,  1 views today