গরিবের সবজিওয়ালা ছাত্রলীগ নেতা-আতিক

সাভার সংবাদদাতা মোঃ জীবন হাওলাদার: সব সময় সবার আগে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে হাজির হন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক। নোভেল করোনা ভাইরাসের কারণে মানুষ আজ দিশেহারা। অনেকে অনেক ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করছেন। যার মধ্যে থাকছে চাল, ডাল,আলু, পেয়াজ, তৈল। শুধু এগুলো হলে কি সংসার চলে যায়। তাইতো সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সবজিওয়ালা সেজে হাজির সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক।                 
এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে, আলু, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, ঢেঁড়স, টমেটো, বেগুন,বাঁধাকপিসহ আরও অনেক ধরনের সবজি। এখান থেকে বিনামূল্যে গরীব অসহায় মানুষ তার প্রয়োজন মতো সবজি নিয়ে যেতে পারবেন।                                    

 

এ বিষয়ে ছাত্রলীগ নেতা আতিক বলেন আমার অভিভাবক সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব ভাই সব সময়ই ব্যতিক্রম চিন্তাধারার অধিকারী। তারই নির্দেশে সাভার উপজেলা ছাত্রলীগ অসহায় গরীব মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে সবজি বিতরণ করছেন।

 5,114 total views,  1 views today